logo
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

মার্চের প্রথম ৮ দিনে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ, ৮১ কোটি ডলার দেশে এসেছে

অনলাইন ডেস্ক
  ১০ মার্চ ২০২৫, ১২:৩৮

চলতি মার্চ মাসের প্রথম ৮ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়ে ৮১ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার এসেছে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৯ হাজার ৯৩৩ কোটি ৪৬ লাখ টাকা। প্রতিদিন গড় হিসেবে এই পরিমাণ রেমিট্যান্স এসেছে প্রায় ১০ কোটি ১৮ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসের একই সময়ের তুলনায় মার্চে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ছিল ৬৭ কোটি ১০ লাখ ডলার এবং জানুয়ারিতে ৫৩ কোটি ৫২ লাখ ডলার।

এছাড়া, মার্চের প্রথম ৮ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ২৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২ থেকে ৮ মার্চ পর্যন্ত ৭৮ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে এবং ১ মার্চ রেমিট্যান্স প্রবাহ ছিল ৩ কোটি ৮০ হাজার ডলার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
১ বিলিয়ন ডলারের প্রাইজমানি, ৩২ ক্লাবের অংশগ্রহণ
যুক্তরাজ্য রাশিয়ার ৩২ বিলিয়ন ডলার সম্পদ জব্দ করেছে
ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে
ইরাকে আরও পাঁচ ব্যাংকে মার্কিন ডলার লেনদেন নিষিদ্ধ
12