logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অনলাইন ডেস্ক
  ০৯ মার্চ ২০২৫, ১৯:৩৫
সংগ্রহীত

সারাদেশে ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। রবিবার নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যাতে কলেজের কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় ধর্ষণবিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নগরী। শিক্ষার্থীরা কান্দিরপাড় পূবালী চত্বর এলাকার বিভিন্ন সড়কে ধর্ষণবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেন এবং পরে মিছিল নিয়ে টাউন হল থেকে পুলিশ লাইন পর্যন্ত যান। সেখান থেকে মিছিলটি আবার পূবালী চত্বরে ফিরে এসে সমবেত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, "বাংলাদেশের সব নারীদের নিরাপত্তা এখন একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মাসগুলোতে দেশে নারীদের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, গণপিটুনি ও সাইবার বুলিংয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।" তারা এসব ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে, তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ঊর্মিলা প্রীতি, ইতিহাস বিভাগের মাকসুদা সুলতানা, জাহিদুল ইসলাম, সামি ও তানজীরসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12