ক্ষোভে ফুঁসছে দেশ, মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে জনগণ। শনিবার (৮ মার্চ) রাত ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা মশাল মিছিল বের করে ধর্ষণবিরোধী প্রতিবাদ জানান। তারা মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে শ্লোগান দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের ছাত্রীরা রাত সাড়ে ১২টার দিকে মিছিলে যোগ দেন। পরে দেড়টার দিকে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে ধর্ষণবিরোধী বিক্ষোভ চালাতে থাকেন। একই সময়ে গণতান্ত্রিক ছাত্র সংসদও ধর্ষণবিরোধী গণপদযাত্রা শুরু করে।
এদিকে, দেশের বিভিন্ন শহরে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্থানে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। বিক্ষোভকারীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, বিচারহীনতার সংস্কৃতি বন্ধে সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছেন।
এছাড়া, বিএনপির নেতারা নারী নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা না হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তারা আরও দাবি করেছেন, ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল আরও বলেন, নারী অধিকার ও সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে এবং গণপরিবহনসহ সব ক্ষেত্রেই নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন