ধর্ষকদের শাস্তির দাবিতে শাবি শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, হত্যা, অরাজকতা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।
মাগুরার ৮ বছর বয়সী শিশু আসিয়ার ধর্ষণসহ একাধিক ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদে তারা ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করে। শনিবার রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ও মেয়েদের আবাসিক হল থেকে বেরিয়ে ক্যাম্পাসের মুক্তমঞ্চে গিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময় শিক্ষার্থীরা নানা প্রতিবাদী স্লোগান দেয়, যেমন- ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’ ইত্যাদি।
শিক্ষার্থীরা বলেন, "আজ আমাদের আর রাস্তায় নামতে হবে তা ভাবতে পারিনি, কিন্তু দেশের পরিস্থিতি এমন, তাই আমরা এখানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে আন্দোলনে নেমেছি।"
তারা স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে বলেন, "আমরা চাই, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হোক। যদি তা না হয়, তাহলে তাকে পদত্যাগ করতে হবে।"
তারা আরও বলেন, "স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগেও মেয়েদের দোষ দিয়ে বক্তব্য দিয়েছেন। এ ধরনের দায়িত্বহীন বক্তব্যে আমাদের নিরাপত্তা নিশ্চিত হতে পারে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, এবং আমাদের জীবনকে সুরক্ষিত রাখা তাদের কর্তব্য।"
জাগতিক /এস আই
মন্তব্য করুন