বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ ১৫ জনের সাক্ষ্য নেবে কমিশন

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ১৫ জনের সাক্ষ্য নেবে।
কমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সাত দিনের মধ্যে কমিশনের কার্যালয়ে বা অনলাইনে সাক্ষ্য দেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সাক্ষ্যগ্রহণে অসহযোগিতা দেখানোর ক্ষেত্রে কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্তের জন্য ১৫ জনের সাক্ষ্যগ্রহণ অত্যাবশ্যক। কমিশন সাক্ষ্যগ্রহণের সময়সূচি নির্ধারণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সরাসরি বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দেওয়ার সুযোগ দেবে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন