ডিএমপি কমিশনার
হিযবুত তাহরীরের মিছিল প্রতিরোধে মুসল্লিদের নিরাপত্তার কথা বিবেচনা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন যে, বাইতুল মোকাররম মসজিদের গেটের কাছে হিযবুত তাহরীরের মিছিল প্রতিরোধ করা সম্ভব হলেও মুসল্লিদের নিরাপত্তার কথা চিন্তা করে তা করা হয়নি। শনিবার ডিএমপি হেডকোয়ার্টার্সে বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান।
কমিশনার বলেন, “হিযবুত তাহরীরের মিছিল প্রথমেই ডিসপার্স করতে পারতাম, তবে উত্তর গেটে প্রচুর মুসল্লি ছিল, এবং তাদের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটাতে চাইনি, তাই আমরা মিছিলটিকে ডিসপার্স করিনি।”
এছাড়া, তিনি জানান, হিযবুত তাহরীরের মিছিলের ঘটনায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৫ জন ঘটনাস্থলেই, ৪ জন ঘটনার পর এবং ৩ জন তার আগের দিন গ্রেফতার হয়। তিনি আরও বলেন, “গ্রেফতার অভিযান এখনো চলমান রয়েছে।”
বনশ্রীতে স্বর্ণ ডাকাতির ঘটনায়, ডিএমপি কমিশনার বলেন, এতে সাতজন জড়িত ছিলেন, তাদের মধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত পিস্তল, মোটরসাইকেল এবং ২ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন