ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদা দাবির অভিযোগ
গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় নেতা অপুর সদস্যপদ স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ছাত্র এবং গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ ওঠার পর সংগঠনের সদস্য সচিব জাহিদ আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, "সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে গোলাম কিবরিয়া অপুর সদস্যপদ স্থগিত করা হলো। পাশাপাশি, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে এক কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।"
এর আগে ৭ মার্চ রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে অভিযোগের বিষয়টি প্রকাশ করেন। স্ট্যাটাসের ভিত্তিতে বিষয়টি আলোচনায় আসে এবং পরে গণতান্ত্রিক ছাত্রসংসদ আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনী এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন