logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ডিবি অফিস থেকে আটক শ্রমিককে ছাড়িয়ে আনলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া

অনলাইন ডেস্ক
  ০৭ মার্চ ২০২৫, ১৮:৫১
সংগ্রহীত

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আটক হওয়া শ্রমিক আরমানকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়েছেন। শুক্রবার বিকাল ৪টা ৪৬ মিনিটে মিন্টো রোডের ডিবি অফিস থেকে তাকে মুক্তি দেন।

ফেসবুকে পোস্টে আসিফ মাহমুদ জানান, আরমান আগে রিকশা চালাতেন এবং বর্তমানে বায়তুল মোকাররমের সামনে দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। তিনি পুলিশকে সহায়তা করতে গিয়ে হামলার শিকার হন এবং পরে আর্মি সদস্যরা তাকে আটক করে ডিবিতে সোপর্দ করেন। আসিফ মাহমুদ আরও জানান, আরমানকে বর্তমানে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

এর আগে, পল্টনে বায়তুল মোকাররম এলাকায় হিযবুত তাহরীরের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জের সময় এক যুবককে সেনাসদস্যরা সরিয়ে দেন। পরে ওই যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12