logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অনলাইন ডেস্ক
  ০৭ মার্চ ২০২৫, ১৮:৪৭
সংগ্রহীত

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মিছিলে অংশ নেয় সংগঠনের সদস্যরা। পুলিশের বাধার মুখে মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ এবং টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মিছিলে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় বায়তুল মোকাররম এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।

পুলিশের বাধা উপেক্ষা করে সংগঠনের সদস্যরা বারবার মিছিল শুরু করার চেষ্টা চালায়, যার ফলে পুলিশ ও হিযবুত তাহরীরের সদস্যদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রায় ১০-১৫ জন সদস্যকে আটক করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা খিলাফত প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেন। পুলিশের সাথে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে, তবে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। হিযবুত তাহরীরকে বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তাদের যে কোনো কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12