logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বায়তুল মোকাররম এলাকায় হিযবুত তাহরীরের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

অনলাইন ডেস্ক
  ০৭ মার্চ ২০২৫, ১৪:৪১
সংগ্রহীত

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ডাকা ‘মার্চ ফর খিলাফত’ সমাবেশ ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। শুক্রবার (০৭ মার্চ) সকাল থেকেই বায়তুল মোকাররমের ভেতরে ও বাইরে, পল্টন মোড় এলাকায় পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা সতর্ক অবস্থানে দেখা যায়। পল্টন মোড়ে একাধিক সাঁজোয়া যান, জলকামান ও প্রিজন ভ্যানও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও প্রচারণামূলক কার্যক্রম চালালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হিযবুত তাহরীর ২০০৯ সালে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী তাদের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে হিযবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে ডিএমপির সিটিটিসি ইউনিট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12