logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সিইসি

এনআইডি নির্বাচন কমিশনের অধীনে রাখার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
  ০৬ মার্চ ২০২৫, ১৫:১৯
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনের অধীনে রাখা হবে এবং এ ব্যাপারে পুরো কমিশনের অবস্থান পরিষ্কার। তিনি জানান, এনআইডি নির্বাচন কমিশনে রাখার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তবে কমিশন কোনো বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী নয়।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সিইসি বলেন, এনআইডি সেবা কোথায় রাখা হবে, তা নিয়ে সরকার এখনও পরীক্ষা নিরীক্ষা করছে এবং এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তিনি আরও বলেন, কমিশন সরকারের কাছে লিখিতভাবে তাদের অবস্থান তুলে ধরবে, এবং সরকার সঠিক সিদ্ধান্ত নেবে।

এদিকে, এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা সিইসির কক্ষে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের বক্তব্য ছিল, যদি এনআইডি নির্বাচন কমিশন থেকে চলে যায়, তবে সুষ্ঠু ভোটগ্রহণে তা প্রভাব ফেলতে পারে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন আমাদের সাহায্য করতে চায়
বৃহস্পতিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা
ডিসেম্বরে জাতীয় নির্বাচন মিস করতে চায় না ইসি
এনআইডি আবেদন বাতিলের আগে যথাযথ তদন্তের নির্দেশ ইসির
12