‘ঈদে লঞ্চে বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল’

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ঈদ উপলক্ষে কোনো লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। তিনি বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া যাবে না এবং ভাড়ার চার্ট লঞ্চে টাঙিয়ে রাখতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি লঞ্চে একজন কমান্ডার ও তিনজন আনসার সদস্য উপস্থিত থাকবে। এছাড়া, লঞ্চের সিরিয়াল ভাঙা এবং অতিরিক্ত যাত্রী পরিবহন করাও নিষিদ্ধ।
এছাড়া, ১৫ রমজান থেকে স্পিডবোাট এবং বাল্কহেড চলাচল করবে না। লঞ্চের ফিটনেসও পরীক্ষা করা হবে এবং নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, জনগণের দুর্দশা যাতে না হয়, সে জন্য তিনি নিজেই বিষয়টি তদারকি করবেন এবং সদরঘাটে উপস্থিত থাকবেন।
জাগতিক /এস আই
মন্তব্য করুন