logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অর্থ উপদেষ্টা

ব্যবসাবাণিজ্য কমায় বেকারত্ব বেড়েছে

অনলাইন ডেস্ক
  ০৬ মার্চ ২০২৫, ১১:৩৮
ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশে ব্যবসাবাণিজ্য কমে যাওয়ার কারণে বেকারত্বের হার বেড়েছে। তবে, অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা এবং প্রণোদনা প্রদান করে বেকারত্ব পুনরুদ্ধারে কাজ করছে।

গতকাল সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, "কর্মসংস্থান সৃষ্টির জন্য নানাভাবে কাজ চলছে এবং বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে।" তিনি আরও জানান, এই বিষয়ে বিডা (বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং তারা এ নিয়ে কাজ করছে।

আগের সরকারের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, "অনেক প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে তাদের নিজেদের কারণেই, সরকার কোনো প্রতিষ্ঠান বন্ধ করেনি।" তবে, বন্ধ হয়ে যাওয়া কারখানা বা প্রতিষ্ঠানের শ্রমিকদের কর্মসংস্থানের জন্য কাজ করা হবে, কিন্তু তিনি জানান, "সবকে কাজ দেওয়া সম্ভব নয়।"

এদিকে, তিনি জানান, দেশের অর্থনৈতিক অবস্থা তেমন খারাপ নয়। তবে, ব্যবসায় মন্দা এবং আয় কমে যাওয়ার কারণে কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। তিনি বলেন, "ব্যবসাবাণিজ্য পুনরুদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি, বিশেষ করে এসএমই সেক্টরের ছোট ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংক-কে নির্দেশ দেওয়া হয়েছে।"

ভারতীয় এলওসি-এর আওতায় চলমান প্রকল্পগুলোর প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন এবং জানান, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সংকটের কোনো আশঙ্কা নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব
নিত্যপণ্যের দাম আগের বছরের তুলনায় বাড়েনি
মূল্যস্ফীতি কমাতে আরও তিন মাস অপেক্ষা করতে হবে
নির্বাচিত সরকার ছাড়া চাঁদাবাজি ও মূল্যস্ফীতির সমাধান কঠিন
12