গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ২৫ এপ্রিল থেকে

দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়, যা চলবে আগামী ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০০ টাকা। তবে আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষার জন্য অতিরিক্ত ৫০০ টাকা ফি প্রদান করতে হবে।
ভর্তি পরীক্ষা সূচি:
২৫ এপ্রিল: ‘সি’ ইউনিট (বাণিজ্য বিভাগ)
২ মে: ‘বি’ ইউনিট (মানবিক বিভাগ)
৯ মে: ‘এ’ ইউনিট (বিজ্ঞান বিভাগ)
৯ মে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত: আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষা
প্রতিটি ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকাসহ দেশের মোট ২০টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।
সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের সুযোগ
এবারের গুচ্ছ পদ্ধতিতে সেকেন্ড টাইম পরীক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।
ভর্তি কমিটির সূত্র জানায়, আবেদনপ্রক্রিয়া শেষ হলে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের তারিখ ও বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
আবেদন প্রক্রিয়া ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন