সাংবাদিক জুলকারনাইন সায়েরের ব্যঙ্গাত্মক মন্তব্য
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

জুলকারনাইন সায়ের খান ওরফে সামি একজন নির্বাসিত বাংলাদেশি সাংবাদিক যিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী। তিনি আল জাজিরা ইনভেস্টিগেটস কর্তৃক প্রচারিত অনুসন্ধানী প্রামাণ্যচিত্র "ওরা প্রধানমন্ত্রীর লোক" নিয়ে কাজ করে আলোচনায় আসেন, যেখানে তিনি গোপন রেকর্ডিংয়ের মাধ্যমে বুদাপেস্টে হারিস আহমেদের ব্যবসায়িক কার্যকলাপ নিয়ে অনুসন্ধান চালান।
সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তিনি লিখেছেন, "ধূমপান করার স্বাধীনতা দাবি করিয়া বিশ্বের কোথাও প্রতিবাদ হইয়েছে বলিয়া মোর জানা নাই, আবার বেডা-বেডিগো লুকায়ে সিগ্রেট খাইতে বলার পরামর্শ কোন দেশের মন্ত্রী দ্যাছে হেইয়াও শুনি নাই।" তার এই মন্তব্যে বিখ্যাত কবি ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের জনপ্রিয় গানকে উল্লেখ করে তিনি আরও লেখেন, "ডিএল রায় সাহেব, সে কারণেই হয়তো লিখেছেন— 'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি'।"
সায়েরের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে অনেকেই বিষয়টিকে কটাক্ষ হিসেবে দেখছেন।
জাগতিক /এস আই
মন্তব্য করুন