logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ৭ম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

অনলাইন ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৃহস্পতিবার বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (BIRC) ৭ম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছেন। এর মাধ্যমে তিনি এই রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করলেন।

সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে সামরিক রীতিনীতির অংশ হিসেবে তাকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। একটি চৌকস সেনাদল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে সেনাবাহিনীর প্রধানকে ‘কর্নেল র‍্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেওয়া হয়, যা রেজিমেন্টের প্রতি তার আনুষ্ঠানিক দায়িত্ব ও অভিভাবকত্বের প্রতীক।

এরপর তিনি রেজিমেন্টের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা দেন।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী বিগত বছরগুলোতে আধুনিকায়ন ও দক্ষতার দিক থেকে ব্যাপক উন্নতি করেছে। আগামী দিনে সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়বে এবং সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতা অর্জন নিশ্চিত করা হবে।"

তিনি আরও বলেন, "প্রযুক্তি ও সামরিক কৌশলের আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনী একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকবে। ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের সর্বদা সুদক্ষ ও প্রস্তুত থাকতে হবে।"

অভিষেক অনুষ্ঠানের পর সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ১৯তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে অংশ নেন। তিনি এই রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশ-বিদেশে পরিচালিত কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

তিনি বলেন, "বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের আধুনিক সামরিক কৌশলে দক্ষ করে গড়ে তোলা হবে। বিদেশে শান্তিরক্ষা মিশনসহ সকল কার্যক্রমে রেজিমেন্টের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।"

অনুষ্ঠানে সেনাসদর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা, পদস্থ সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের আধুনিকীকরণ ও উন্নয়নের অংশ হিসেবে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ব্যবস্থা, অস্ত্র-সরঞ্জাম উন্নয়ন ও কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সেনাপ্রধান রেজিমেন্টের সকল সদস্যদের শৃঙ্খলা, আনুগত্য ও পেশাদারিত্ব বজায় রেখে সেনাবাহিনীর সুনাম ধরে রাখার আহ্বান জানান।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12