logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জে তিন মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ১২ দিনের রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০১
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে তিনটি পৃথক মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পলককে নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলা এবং একটি বিষ্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানিয়েছেন, আদালত তিনটি মামলার তদন্তের জন্য পলকের ৪ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এই রিমান্ডের মাধ্যমে তদন্তকারীরা পলকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের বিস্তারিত তথ্য সংগ্রহ করার আশা করছেন।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
জুনায়েদ আহমেদ পলকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সাবেক আইজিপি মামুন ও সাবেক ওসি আবুল হাসান রিমান্ডে
সোলায়মান সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর
এম এ মালেককে রিয়াজুল ইসলাম হত্যার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর
12