logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আর নেই

অনলাইন ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, আজ ভোরে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত তার বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজা ও দাফন নিয়ে বিএনপি সিদ্ধান্ত নিবে।

এ দিন চট্টগ্রামে বিএনপির এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আবদুল্লাহ আল নোমানের। তবে তার মৃত্যুতে সেই সমাবেশ বাতিল করা হয়েছে।

দেশের প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান মুক্তিযুদ্ধের সময় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সাথে রাজনীতি শুরু করা এই নেতা পরবর্তীতে বিএনপিতে যোগ দেন এবং জিয়াউর রহমানের সরকারের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আজ থেকে ধারাবাহিক বৈঠক শুরু করছে বিএনপি
বৃহস্পতিবার ‘প্রতিবাদ ও সংহতি র‌্যালি’ করবে বিএনপি
ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের ১৮ কোটি মানুষও ঐক্যবদ্ধ
নির্বাচন এই বছরের মধ্যে হতে হবে
12