logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চ্যানেল ওয়ান সম্প্রচারে আর কোনো বাধা নেই: আপিল বিভাগের আদেশ

অনলাইন ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০০
ছবি: সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে, চ্যানেল ওয়ান সম্প্রচারে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে, চলতি বছরের ২৩ জানুয়ারি দীর্ঘ ১৬ বছর পর চ্যানেল ওয়ান আপিল করার অনুমতি পায়।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান ২০১০ সালের ২৭ এপ্রিল বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৎকালীন সরকার বিটিআরসিকে দিয়ে এই জনপ্রিয় চ্যানেলের ফ্রিকোয়েন্সি বরাদ্দ বাতিল করায়। পরবর্তীতে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ হাইকোর্টে মামলা করলেও সরকারপ্রভাবিত সিদ্ধান্তে তা খারিজ করা হয়।

চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান-উল হক জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন করে আদালতে গেলে চেম্বার জজ আপিলের অনুমতি দেন।

চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুন আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেন, "অনিয়ম ও অন্যায়ের মাধ্যমে চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ আদালত ন্যায়বিচার করেছেন, যা আমাদের গণমাধ্যম স্বাধীনতার প্রতি আস্থাশীল করেছে।"

এই আদেশের মাধ্যমে চ্যানেল ওয়ানের সম্প্রচারে আর কোনো আইনি জটিলতা থাকল না, এবং এটি দ্রুত সম্প্রচারে ফিরবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আবু সাঈদ হত্যার মামলায় ৪ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির
জিয়াউর রহমান ফাউন্ডেশন শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াবে
জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৭৪ জনকে স্মার্টকার্ড প্রদান
জাতিসংঘের প্রতিবেদনে জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ জনেরও বেশি মৃত্যুর তথ্য
12