logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

পবিত্র রমজান উপলক্ষে সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে বিএনপিকে ১৪৫ কার্টন খেজুর উপহার

অনলাইন ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে বিএনপিকে ১৪৫ কার্টন খেজুর উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই উপহার পৌঁছানো হয়। বিএনপির একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার খেজুর গ্রহণ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, সৌদি বাদশাহর পক্ষ থেকে পবিত্র রমজান মাসে বিএনপিকে নিয়মিত শুভেচ্ছা উপহার হিসেবে খেজুর পাঠানো হয়। তারই ধারাবাহিকতায় এবারও সৌদি আরব থেকে ১৪৫ কার্টন খেজুর উপহার হিসেবে বিএনপির কাছে পৌঁছেছে।

এছাড়া, বিএনপির নেতারা জানিয়েছেন, এই উপহার সৌদি আরবের সরকার এবং বাদশাহ সালমানের পক্ষ থেকে বাংলাদেশের মুসলিম জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ।

প্রতিবছর, সৌদি আরব থেকে পবিত্র রমজান মাসে এ ধরনের উপহার পাঠানো হয়, যা বাংলাদেশসহ বিশ্বের মুসলিমদের প্রতি সৌদি আরবের দয়া ও সৌহার্দ্য প্রকাশ করে। বিএনপি এই উপহারের জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আজ থেকে ধারাবাহিক বৈঠক শুরু করছে বিএনপি
বৃহস্পতিবার ‘প্রতিবাদ ও সংহতি র‌্যালি’ করবে বিএনপি
ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের ১৮ কোটি মানুষও ঐক্যবদ্ধ
নির্বাচন এই বছরের মধ্যে হতে হবে
12