logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গণশিক্ষা উপদেষ্টা

আইনি প্রক্রিয়া মেনে শিক্ষক নিয়োগের ফল ঘোষণা হয়েছে

অনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৩
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের ফল নিয়ে চলমান বিতর্কের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ আইনি কাঠামো মেনে পরিচালিত হয়েছে। হাইকোর্টের রায়ে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল হলেও, তিনি জানান, তারা আইন মেনে ফল ঘোষণা করেছেন এবং আন্দোলনরত শিক্ষকদের প্রতি সহানুভূতি রয়েছে।

মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশনে শেষে তিনি এই বিষয়টি তুলে ধরেন। উপদেষ্টা বলেন, "আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগের ফল ঘোষণা করেছি এবং জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েই এটি প্রকাশ করা হয়েছে।" তিনি আরও বলেন, "এটি এখন আদালতে বিচারাধীন, তাই প্রশাসনিকভাবে কোনো আলাদা উদ্যোগ নেওয়ার সুযোগ নেই।"

এছাড়া, তিনি জানিয়েছেন যে, প্রাথমিক বিদ্যালয়ের ৮৫ শতাংশ নতুন পাঠ্যবই ইতোমধ্যে স্কুলগুলোতে পৌঁছে গেছে এবং এ মাসের মধ্যে সব স্কুলে পাঠ্যবই পৌঁছে যাবে। নতুন শিক্ষাবর্ষের জন্য ইতোমধ্যে প্রচেষ্টা চলছে।

শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, "আমরা তাদের সঙ্গে সহানুভূতির সঙ্গে আছি, কারণ আমাদের কাজ আইনি প্রক্রিয়া অনুসরণ করে করা হয়েছে।" গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করার নির্দেশ দেন এবং মেধার ভিত্তিতে নতুন নিয়োগের নির্দেশনা দেন।

এদিকে, অনেক কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের নিবন্ধন সম্পর্কেও উপদেষ্টা বলেন, "অনেক কিন্ডারগার্টেন নীতিমালা অনুযায়ী নিবন্ধিত হয়নি, সেগুলোর নিবন্ধন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
তরুণ সাংবাদিক মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার
বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ঢাকার দুই সিটি ওয়ার্ডে প্রশাসক নিয়োগে তৎপরতা বিএনপির ‘না’
৬০০০ কোটি টাকা বিনিয়োগে সৌদি আরবের নতুন টি-টোয়েন্টি লিগ
12