logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মাহফুজ আলম

গুম, আয়নাঘর শেখ মুজিবের শাসনামল থেকেই শুরু হয়েছিল, শেখ হাসিনাও একই পথেই হাঁটছেন

অনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৭
ছবি: সংগৃহীত

'তারুণ্যের উৎসব ২০২৫' এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন যে, 'গুম' ও 'আয়নাঘর' এর ঘটনা শেখ মুজিবুর রহমানের শাসনামল থেকেই শুরু হয়েছিল এবং শেখ হাসিনা সেই পথেই এগিয়ে যাচ্ছেন। তিনি বলেন, শেখ মুজিব যেমন বিরোধীদের ওপর নির্যাতন করেছিলেন, ঠিক তেমনি শেখ হাসিনাও একই ধরনের পদক্ষেপ নিয়েছেন।

মাহফুজ আলম আরও বলেন, রাষ্ট্রের অর্থ খরচ করে শেখ হাসিনা প্রশাসনে গুণ্ডাদের লালন-পালন করছেন। তিনি উল্লেখ করেন, দেশ সংস্কারের জন্য জনগণের দাবি পূরণ করা এখনও সম্ভব হয়নি, তবে সরকার বিচার ব্যবস্থায় সংস্কারের চেষ্টা করছে।

এছাড়া, তিনি বলেন, জাতিকে উদ্ধারের জন্য বড় ধরনের প্রকল্প প্রয়োজন এবং শুধুমাত্র নির্বাচন ও সংস্কারের মাধ্যমে কাজ শেষ হবে না। সরকার নতুন রাষ্ট্র গঠনের জন্য যথেষ্ট চেষ্টা করছে।


জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আনন্দ শোভাযাত্রার অংশ হিসেবে তৈরি করা ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ পুড়ে গেছে
আওয়ামী লীগ দেশীয় শক্তি না, বিদেশী ‘প্রতিস্থাপিত শক্তি’!
বগুড়ায় গুলিতে হত্যাচেষ্টায় শেখ হাসিনা-কাদেরসহ ৪৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ, মোট টাকার পরিমাণ ১ হাজার ৪৯ কোটি টাকা
12