logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় আহত এখন টিভির সাংবাদিক মাসুমা মারা গেছেন

অনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৯
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত টিভি রিপোর্টার মাসুমা ইসলাম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় শ্বশুরবাড়িতে স্বামীসহ বেড়াতে যাচ্ছিলেন মাসুমা। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরজাহান হোটেলের সামনে একটি দ্রুতগামী বাস তাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক, মাসুমা এবং তার স্বামী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাসুমার মরদেহ বর্তমানে তার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরে নেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, সেখানে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

মাসুমা ইসলাম ২০২৪ সালে "এখন টিভি"-তে রাজশাহী ব্যুরোতে রিপোর্টার হিসেবে যোগ দেন। এর আগে তিনি রাজশাহীর স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম "বাংলার জনপদ" তে কাজ করেছেন। তিনি বাবা-মায়ের একমাত্র মেয়ে এবং গুরুদাসপুরে জন্মগ্রহণ করেন। মাসুমার মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।


জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
তরুণ সাংবাদিক মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার
ইসরায়েলি হামলায় মৃত্যুর আগে আল-জাজিরার সাংবাদিকের আবেগঘন বার্তা
বিপদগামী মন্তব্যের বিরুদ্ধে সাংবাদিক জিল্লুর রহমানের তীব্র সমালোচনা
ইসরায়েলি সেনাবাহিনী গ্রেফতার করেছে ফিলিস্তিনি সাংবাদিক লতিফেহ আবদেল্লাতিফকে
12