logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

টানা তিনদিন বজ্রসহ বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৮
ছবি: সংগৃহীত

আগামী তিনদিন দেশে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এছাড়া, শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে, তবে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)ও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে অন্যান্য অঞ্চলে আকাশ মেঘলা এবং শুষ্ক থাকবে।

আবহাওয়ার পরিবর্তন সামগ্রিকভাবে সামান্য হলেও, পাঁচদিনে উল্লেখযোগ্য কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।


জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আগামী পাঁচদিন পর্যন্ত টানা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
তিনটি বিভাগে আজ রোববার ও কাল সোমবার বৃষ্টি হতে পারে
আগামী কয়েকদিন সারাদেশে টানা দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে
কলকাতায় কালো মেঘ, উদ্বোধনী ম্যাচে বৃষ্টি হওয়ার আশঙ্কা
12