ফারুকের হুঁশিয়ারি
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেবেন না

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনো অবস্থাতেই স্থানীয় নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না। তিনি আজ জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
ফারুক বলেন, "বিএনপি অতীতে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি এবং ভবিষ্যতেও করবে না। এর প্রমাণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। তারেক রহমানের প্রতি মানুষের ভালোবাসা প্রমাণ করে যে, বিএনপি এখনও জনগণের পাশে রয়েছে।"
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, "গণতন্ত্রের স্বপক্ষে শক্তি হচ্ছে বিএনপি, আর আমরা আন্দোলন সংগ্রাম করে যাবো যতক্ষণ না জনগণের অধিকার ফিরে আসে।" তিনি সতর্ক করে বলেন, "যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে।"
ফারুক আরও বলেন, "বিএনপিকে আন্ডারএস্টিমেট করবেন না। আমাদের ধৈর্যের বাঁধ এখনও ভাঙেনি। আমরা দ্রুত নির্বাচন চাই এবং এই দাবির প্রতি অবিচল রয়েছি।" তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "ফখরুদ্দীন-মইনুদ্দিন সরকারের মতো তালবাহানা চলবে না।"
এছাড়া, ফারুক সচিবালয়ের কিছু কর্মকর্তা ও ডিসি-এসপিদের বিরুদ্ধে অভিযোগ করেন যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, "এটা হতে দেওয়া যাবে না যে শেখ হাসিনার দোসররা দেশের পরিস্থিতি নিয়ে তালবাহানা করবেন।"
তিনি আরও সরকারের উদ্দেশ্যে বলেন, "কোনো তালবাহানা চলবে না, নির্বাচন দ্রুত হতে হবে। আমাদের সমর্থন রয়েছে, তাই দ্রুত নির্বাচন দিতে হবে।"
এদিন নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কৃষক দলের সহ-সভাপতি ভি পি ই ইব্রাহিম, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাব হোসেন সরদারসহ আরও অনেক নেতৃবৃন্দ।
জাগতিক /এস আই
মন্তব্য করুন