তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে বিএনপির দুই দিনের কর্মসূচি শুরু

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের পাশাপাশি অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপি দুই দিনব্যাপী কর্মসূচি পালন করবে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির আওতায় তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে সমাবেশ ও অন্যান্য নানা কার্যক্রম অনুষ্ঠিত হবে।
কর্মসূচির শুরুতে বিএনপি “জাগো বাহে, তিস্তা বাঁচাই” স্লোগানে তিস্তা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাঁবু খাটিয়ে একযোগে কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু, তিস্তা ব্যারেজ পয়েন্ট, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারী জেলার ১১টি পয়েন্ট।
আজ সোমবার, লালমনিরহাট রেলসেতুর পাশে এ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময়ে দলটির পক্ষ থেকে ৫টি জেলার সব পয়েন্টে উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করা হবে।
কর্মসূচির দ্বিতীয় ও শেষদিনে, ১৮ ফেব্রুয়ারি রাতে, সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লন্ডন থেকে।
এ কর্মসূচির লক্ষ্য তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করা এবং সংশ্লিষ্ট মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা।
জাগতিক /এস আই
মন্তব্য করুন