logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বাংলাদেশের গণঅভ্যুত্থান সফল করেছে জনগণ

অনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১
ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের গণঅভ্যুত্থান সফল হয়েছে দেশের আপামর জনগণের জন্য। তিনি বলেন, "গণঅভ্যুত্থান দেশের জন্য জীবন দেওয়ার অদম্য স্পৃহা নিয়ে ছাত্র-জনতার নেতৃত্বে ফ্যাসিস্টদের পতন ঘটেছে।" তিনি এ কথাগুলো তার ফেসবুক পোস্টে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বলেন।

ফেসবুকে আসিফ মাহমুদ সজীব আরও লিখেছেন, "সেই ঐতিহাসিক লড়াইয়ের ক্ষুদ্র অংশ হতে পেরেছি, এটি আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি।" তিনি আরও বলেন, "যতদিন বেঁচে থাকি, সহস্র শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, তা নিশ্চিত করাই আমার মুখ্য দায়িত্ব।"

এই বক্তব্যের মাধ্যমে আসিফ মাহমুদ সজীব বাংলাদেশে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব এবং শহীদের আত্মত্যাগের প্রতি তার সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বর্তমান প্রজন্মের কাছে এই ঐতিহাসিক সংগ্রামের মূল্যবান শিক্ষা তুলে ধরারও আহ্বান জানিয়েছেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এই মন্তব্য বাংলাদেশের ইতিহাসে গণঅভ্যুত্থান ও স্বাধীনতা সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা ও দায়বদ্ধতার পরিচায়ক।


জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
নারী দিবসে ধর্ষণসহ নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন
ডিবি অফিস থেকে আটক শ্রমিককে ছাড়িয়ে আনলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া
রাষ্ট্র সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো পুনর্গঠন করা হবে
আওয়ামী লীগের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা সফল হবে না
12