logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কুয়াশায় দুর্ঘটনা, ১৫ জন আহত

অনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে পরপর চারটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে সাড়ে ৭টার দিকে শ্রীনগরের কামাড়াখোলা এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, শ্রীনগরের কামাড়খোলা এলাকায় ঘন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এর ফলে দুর্ঘটনা শুরু হয়। এ সময় একই লেনে পেছন থেকে দুইটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাস দুটি ও কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও বাকিদের অবস্থা স্থিতিশীল। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যন্ত্রপাতি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো থেকে আহতদের উদ্ধার করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, এবং স্থানীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, দুর্ঘটনার কারণ হিসেবে ঘন কুয়াশাকেই দায়ী করা হচ্ছে। তিনি জানান, কুয়াশার কারণে গাড়ির চালকরা সঠিকভাবে দেখতে না পেয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে, বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এটি ছিল একটি ভয়াবহ দুর্ঘটনা, তবে দ্রুত উদ্ধার তৎপরতা ও চিকিৎসা সেবা নিয়ে হতাহতের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।


জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে রাজৈরে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ
রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৪০
জামালপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৩, এক ঘণ্টা পর সচল রেলপথ
গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ১০ জন আহত
12