প্রধান উপদেষ্টা
একজন নাগরিকের অবশ্য প্রাপ্য, তার জন্ম সনদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জন্ম নিবন্ধন নিয়ে বিভিন্ন জটিলতা ও অনিয়ম নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, "জন্ম নিবন্ধন- এটার কোনো মা-বাপ আছে বলে আমার মনে হয় না। নিয়ম আছে কিন্তু মা-বাপ নাই।" রোববার সকালে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অধ্যাপক ইউনূস আরও বলেন, "ধরেন, আমি মধ্য বয়সে বা শেষ বয়সে কোথাও যেতে চাই, একটা পাসপোর্ট দরকার। পাসপোর্ট করা হয়নি, জন্ম নিবন্ধন লাগবে। কিন্তু জন্ম নিবন্ধন ব্যবস্থা এইভাবে চলে না। পয়সা দিলে সঠিকভাবে চলে আসে, তাহলে কেন পয়সা না দিলেও সঠিকভাবে আসবে না?"
তিনি আরও বলেন, "জন্ম সনদ একজন নাগরিকের অবশ্য প্রাপ্য, এবং এটি যখন চাওয়া হবে, তখন তা দেওয়া উচিত। সরকার কেন এটি পারবে না, এই সিস্টেম তৈরি করতে হবে।"
প্রধান উপদেষ্টা জানিয়ে দেন যে, "জন্ম সনদ, জন্মসূত্রে আমি বাংলাদেশি, এটি একটি প্রমাণ। এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে বহু কিছু করব। যদি জন্ম সনদ না থাকে, তবে এনআইডি পাওয়া যাবে না এবং এনআইডি না থাকলে পাসপোর্টও পাওয়া যাবে না।"
তিনি আশা প্রকাশ করেন, জন্ম নিবন্ধন ব্যবস্থায় সৃজনশীল উপায় বের করা হবে, যাতে এটা সব নাগরিকের জন্য সহজলভ্য হয় এবং সরকারী সেবা দ্রুততার সাথে প্রদান করা যায়।
জাগতিক /এস আই
মন্তব্য করুন