আবু সাঈদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা আকাশ জামালপুরে গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর পৌর এলাকার গঙ্গাপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে পুলিশ। এই গ্রেপ্তারির মাধ্যমে হত্যার সঙ্গে জড়িত অন্য আসামীদের শাস্তির জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইমরান চৌধুরী আকাশ, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি ছিলেন, ইসলাপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে। তিনি আগষ্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পর থেকে আত্মগোপনে চলে গিয়েছিলেন।
পুলিশ জানায়, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে আকাশকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। রংপুর থানা পুলিশ ও পিবিআই জানিয়েছে, আকাশ আবু সাঈদ হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, আকাশের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া, অভিযানের সময় পুলিশ ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় তদন্তের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন