logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

প্রাথমিকের তৃতীয় ধাপে চূড়ান্ত নিয়োগের দাবিতে জাদুঘরের সামনে সমাবেশ

অনলাইন ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৩
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্তদের চূড়ান্ত নিয়োগ এবং যোগদানের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) বেলা ১১টায় শুরু হওয়া এই সমাবেশে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে সুপারিশপ্রাপ্তরা অংশ নিয়েছেন।

এ আন্দোলনের অংশ হিসেবে তারা ১১ দিন ধরে রাজপথে রয়েছেন এবং তাদের দাবির সমর্থনে চলমান আন্দোলন অব্যাহত রেখেছেন। মো. রবিউল আলম, একজন সুপারিশপ্রাপ্ত, বলেন, “আমরা গত ১১ দিন ধরে আমাদের অধিকার আদায়ে আন্দোলন করে যাচ্ছি। আজ আমরা মহাসমাবেশ করছি এবং আশা করছি সরকার আমাদের অধিকার ফিরিয়ে দেবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।”

আরেক আন্দোলনকারী জান্নাতুল নাঈম সুইটি জানান, “একই নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ হয়ে গেছে, কিন্তু তৃতীয় ধাপে আমাদের সুপারিশ করেও তা স্থগিত করা হয়েছে। এটি আমাদের প্রতি অন্যায় করা হয়েছে। আজকে আমাদের কোর্টে শুনানি চলছে এবং যদি সেখানে কোনো ফলাফল না আসে, আমরা কঠোর কর্মসূচি নিতে প্রস্তুত।”

এই সমাবেশের মাধ্যমে প্রাথমিক শিক্ষা খাতে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় তৃতীয় ধাপের চূড়ান্ত নিয়োগের দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে, এবং আন্দোলনকারীরা সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।


জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আইনি প্রক্রিয়া মেনে শিক্ষক নিয়োগের ফল ঘোষণা হয়েছে
শাহবাগে নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের আন্দোলন, পুলিশের জলকামান
শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আপিল
নিয়োগ বাতিলের প্রতিবাদে শিক্ষকরা আন্দোলনে
12