এনআইডি আবেদন বাতিলের আগে যথাযথ তদন্তের নির্দেশ ইসির

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন বাতিলের ক্ষেত্রে আবেদনকারীর দেওয়া তথ্য এবং উপাত্ত পরীক্ষা ও যথাযথভাবে তদন্তের পর সিদ্ধান্ত নেওয়ার জন্য সব মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনা এনআইডি সেবাদাতা প্রতিষ্ঠানের পরিচালক (অপারেশন্স) মো. আব্দুল হালিম ইতোমধ্যে সব উপজেলা, জেলা ও আঞ্চলিক কর্মকর্তাদের পাঠিয়েছেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এনআইডি সংশোধনের আবেদনগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে নিষ্পত্তি করা হয়। ‘ক’ ক্যাটাগরি সবচেয়ে কম জটিল আবেদন হিসেবে ধরা হয়, এবং ‘ঘ’ ক্যাটাগরির আবেদন সবচেয়ে জটিল বলে বিবেচিত হয়। জটিলতার ধরন অনুযায়ী, উপজেলা, জেলা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং এনআইডি মহাপরিচালক এনআইডি সংশোধনের সিদ্ধান্ত নিয়ে থাকেন।
এছাড়া, চলমান ভোটার তালিকা হালনাগাদে এনআইডি সংশোধন কার্যক্রমও অব্যাহত রয়েছে। তাই ইসি এই নির্দেশনা দিয়েছে যাতে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা যায়। ইসি জানিয়েছে, আবেদনের সময় 'ক-১', 'ক', 'খ-১', 'খ', 'গ', ও 'ঘ' ক্যাটাগরিতে ভাগ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্দেশনায় বলা হয়েছে, যদি কোনো আবেদন বাতিল করা হয় এবং পুনঃবিবেচনার আবেদন দাখিল করা হয়, তবে সেটি পরবর্তী উচ্চতর ক্যাটাগরিভুক্ত করা হবে। ‘গ’ ও ‘ঘ’ ক্যাটাগরির আবেদনগুলো সাধারণত জটিল প্রক্রিয়ায় পরিণত হয়, তাই সেগুলো যথাযথভাবে তদন্ত করে দ্রুত নিষ্পত্তি করা যাবে।
এনআইডি সংশোধন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত কার্যকর করতে ইসি মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সতর্ক এবং দায়িত্বশীলভাবে কাজ করার জন্য নির্দেশ দিয়েছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন