পল্লবীতে তুচ্ছ ঘটনায় ব্যবসায়ী ও তার বোন গুলিবিদ্ধ, অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর পল্লবী এলাকায় তুচ্ছ একটি ঘটনার জের ধরে এক ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) ও তার বোন মোছা. শাহিনুর বেগম (২৮) গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে শহিদুল নামে এক ব্যক্তি তাদের বাসায় গিয়ে এ হামলা চালায়। পরে, ভোর ৬টা ৩০ মিনিটে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত ব্যবসায়ী জসিম উদ্দিনের পরিবারের সদস্য মো. আমির হোসেন জানান, ঘটনার সূত্রপাত রাতে নামাজ পড়ে বাসায় ফেরার সময়। এ সময় এলাকার শহিদুলের সঙ্গে শরীরের ধাক্কা লাগে, যা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুল ক্ষিপ্ত হয়ে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে জসিমের বাসায় গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়।
এ ঘটনায় জসিমের ডান ও বাম পায়ে গুলি লাগে, এবং তাকে বাঁচাতে গিয়ে শাহিনুর বেগমও গুলিবিদ্ধ হন। তার ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। প্রথমে তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে আনা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
এদিকে, পুলিশ শহিদুলের খোঁজ শুরু করেছে এবং তার গ্রেফতারসহ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন