জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ, অংশ নেবেন জাতীয় নাগরিক কমিটির তরুণ নেতারা

আজ শনিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক। এই বৈঠকে অংশ নেবেন জাতীয় নাগরিক কমিটির চার তরুণ নেতা। বৈঠকটি বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলবে।
জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বৈঠকে অংশ নেবেন কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক সারজিস আলম।
বৈঠকে উপস্থিত থাকবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, যিনি একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এছাড়া, কমিশনের সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ।
প্রসঙ্গত, গত বুধবার সরকার সাত সদস্যবিশিষ্ট জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এ কমিশনের উদ্দেশ্য হলো রাজনৈতিক দলের মধ্যে একটি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা, যা দেশের সংকটময় পরিস্থিতি সমাধানে সহায়ক হবে।
এ বৈঠকের মাধ্যমে রাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়ে আলোচনা শুরু হবে, যার মাধ্যমে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের পথ প্রশস্ত হতে পারে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন