ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে রোডে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে, যাতে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ৯টায়, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাওয়া গামী গ্রিন ঢাকা পরিবহনের একটি বাসকে পেছন থেকে সুরভি পরিবহনের অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত টহল গাড়ির পিছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সুরভি পরিবহনের বাসের অন্তত ১০-১২ জন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের তিন কিলোমিটার এলাকাজুড়ে আধাঘণ্টা পর্যন্ত যানচলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশ ও স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো থানায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, আহতদের দ্রুত চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং পুলিশ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন