বিশ্ব ইজতেমায় অনুষ্ঠিত হলো যৌতুকবিহীন বিয়ে

বিশ্ব ইজতেমার পরিবেশে এইবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে যৌতুকবিহীন বিয়ে, যা প্রতিবছরের নিয়মিত আয়োজন। টঙ্গীর তুরাগ নদীর তীরে মসজিদে মুসল্লিদের পদচারণায় মুখরিত ইজতেমাস্থলে এ বিয়ে অনুষ্ঠান আজ বিকেলে বাদ আসরের পর অনুষ্ঠিত হবে। বয়ান মঞ্চের পাশে এই বিয়ে সম্পন্ন হবে, যেখানে মোহরানা হিসেবে নির্ধারণ করা হয় মোহর ফাতেমি’র নিয়ম অনুযায়ী দেড়শ তোলা রূপা বা তার সমমূল্যের অর্থ।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানিয়েছেন, এই প্রথা প্রতি বছরই ইজতেমায় পালিত হয়। বর-কনের নাম আগেই নিবন্ধন করা হয় এবং বিয়ের খুতবা প্রদান করা হয় বাদ আসর। এরপর বয়ান শেষে, বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়। বিয়ের পর, উপস্থিত মুসল্লি ও নতুন দম্পতিদের মধ্যে খোরমা ও খেজুর বিতরণ করা হয়, যা একটি ঐতিহ্য হিসেবে পরিচিত।
বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ের এই আয়োজন সামাজিক মূল্যবোধের প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং এটি মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও ভালোবাসার সম্পর্কের উন্নয়ন ঘটানোর লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।
জাগতিক /এস আই
মন্তব্য করুন