শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আপিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬,৫৩১ জন সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতর আপিল বিভাগে আবেদন করেছে। আজ, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন জানান, আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। আগামী রবিবার চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ ওই রায় দেন। রায়ে বলা হয়, ৩১ অক্টোবরের ফলাফল বাতিল হবে এবং নতুন করে মেধার ভিত্তিতে ২৩ জুলাইয়ের নোটিফিকেশন অনুসরণ করে ফলাফল প্রকাশ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
এছাড়া, মুক্তিযোদ্ধা কোটা ৫%, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ১%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের গত ৩১ অক্টোবরের বিজ্ঞপ্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছিল। তবে, নিয়োগ বঞ্চিতরা কোটা অনুসরণের অভিযোগ তুলে হাইকোর্টে রিট আবেদন করেন, যা শুনানি শেষে স্থগিত করা হয়।
এটি একটি চলমান বিষয় এবং আগামী দিনগুলোতে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানাতে পারে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন