logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সময়সূচি ঘোষণা

অনলাইন ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৭
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি এই পর্বটি অনুষ্ঠিত হবে, যা সাদপন্থিদের ব্যবস্থাপনায় হবে। আয়োজকদের পক্ষ থেকে এই পর্বের বয়ান, নামাজ ও আখেরি মোনাজাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

প্রথম দিন (১৪ ফেব্রুয়ারি):

বাদ আসর: পাকিস্তানের মাওলানা হারুন সাহেবের আম বয়ান, বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ সাহেব চাঁদপুরী।

বাদ মাগরিব: মাওলানা ইয়াকুব সিলানী (নিজামুদ্দিন) এর বয়ান, বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ সাহেব।


দ্বিতীয় দিন (১৫ ফেব্রুয়ারি):

বাদ ফজর: মাওলানা আব্দুস সাত্তার সাহেব (নিজামুদ্দিন) এর বয়ান।

সকাল ১০:৩০: বিভিন্ন খিত্তায় তালিম।

দুপুর ১:৩০: সর্ববৃহৎ জুমার নামাজ, পরিচালনা করবেন মাওলানা ওয়াসিফুল ইসলাম (কাকরাইল মসজিদ)।

বাদ আসর: হাফেজ মনজুর সাহেব (নিজামুদ্দিন) এর বয়ান।

বাদ মাগরিব: মাওলানা জামশেদ সাহেব (নিজামুদ্দিন) এর বয়ান।


তৃতীয় দিন (১৬ ফেব্রুয়ারি):

বাদ ফজর: মুফতি রিয়াসাত সাহেব (নিজামুদ্দিন) এর বয়ান।

হেদায়েতের বয়ান ও আখেরি মোনাজাত: মাওলানা জামশেদ সাহেব (নিজামুদ্দিন) এর পরিচালনায়।


বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দেশ-বিদেশের মুসল্লিদের জন্য পৃথক ভাষায় তালিমের ব্যবস্থা থাকবে।


জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
অধ্যাপক জিনাত হুদাকে গ্রেফতা‌রের দাবি ঢা‌বি সাদা দ‌লের
ঘরে ঘরে ঢুকে হত্যা, এক হাজারের বেশি নিহত
সিরিয়ায় ক্ষমতাচ্যুত আসাদ অনুগতদের সাথে সরকারি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত ৪৮
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ
12