logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান

অনলাইন ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান আজ, ১৩ ফেব্রুয়ারি, বিএনপি নেতাদের সঙ্গে একটি বৈঠকে বসেছেন। এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, গুলশানে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা শামা ওবায়েদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এই বৈঠকে দলটির নেতারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও তাদের দলের অবস্থান নিয়ে আলোচনা করেছেন, এবং ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে তার দেশের উদ্বেগ প্রকাশ করেছেন।

এছাড়া, বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য এবং উন্নয়ন সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।


জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আজ থেকে ধারাবাহিক বৈঠক শুরু করছে বিএনপি
বৃহস্পতিবার ‘প্রতিবাদ ও সংহতি র‌্যালি’ করবে বিএনপি
ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের ১৮ কোটি মানুষও ঐক্যবদ্ধ
নির্বাচন এই বছরের মধ্যে হতে হবে
12