জামায়াতে ইসলামী প্রতিনিধিদলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক শুরু

ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনসহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি প্রতিনিধিদলের বৈঠক শুরু করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। জামায়াতে ইসলামী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এটি জামায়াতে ইসলামী এবং নির্বাচন কমিশনের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক, যা নির্বাচনী ব্যবস্থাপনা ও দেশব্যাপী নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা করার জন্য অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেছিল।
জাগতিক /এস আই
মন্তব্য করুন