যমুনা রেলওয়ে সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

দীর্ঘ অপেক্ষার পর, যমুনা রেলওয়ে সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার সকাল ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি যমুনা রেলওয়ে সেতুর পশ্চিমপাড় অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এরপর, বুড়িমারি এক্সপ্রেস ঢাকা থেকে ১১টা ৫০ মিনিটে সেতুর পূর্বপাড় অতিক্রম করে।
সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি যমুনা রেলওয়ে সেতুর প্রথম ট্রেন হিসেবে চলাচল করেছে। বর্তমানে, সেতুর দুটি লাইন থাকলেও, প্রথমে একটি লাইন দিয়েই উভয়দিকে ট্রেন চলাচল করবে এবং ধীরে ধীরে সিডিউল অনুযায়ী অন্যান্য ট্রেন চলাচল শুরু হবে।
প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান জানিয়েছেন, আগামী ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হবে, যেখানে যোগাযোগ উপদেষ্টা ও রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ওই দিন থেকে দুটি লাইনে ট্রেন চলাচল শুরু হবে এবং বঙ্গবন্ধু সেতু দিয়ে আর কোনো ট্রেন চলাচল করবে না।
১৯৯৮ সালে যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু ঢাকা এবং উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপন করেছিল। তবে, ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দিলে ট্রেনের গতির সীমাবদ্ধতা আরোপ করা হয়।
২০২০ সালে নতুন রেল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই সেতুর নির্মাণ ব্যয় ছিল ৯,৭৩৪ কোটি ৭ লাখ টাকা, যা পরবর্তীতে ১৬,৭৮০ কোটি ৯৬ লাখ টাকায় উন্নীত হয়। সেতুর ২৭.৬০ শতাংশ অর্থায়ন দেশীয় উৎস থেকে এবং ৭২.৪০ শতাংশ ঋণ প্রদান করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
জাগতিক /এস আই
মন্তব্য করুন