logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিশু ক্যান্সারের ওষুধ বিনামূল্যে দেবে ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৫
ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহের ঘোষণা দিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রথম দফায় মঙ্গোলিয়া এবং উজবেকিস্তানসহ আরও কয়েকটি দেশে ক্যান্সার আক্রান্ত শিশুদের ওষুধ প্রদান শুরু হয়েছে। ডব্লিউএইচও জানিয়েছে, মঙ্গোলিয়া ও উজবেকিস্তানের ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য ওষুধের প্রথম চালান ইতিমধ্যেই পাঠানো হয়েছে এবং পরবর্তী সময়ে ইকুয়েডর, জর্ডান, নেপাল ও জাম্বিয়াতেও পাঠানো হবে। এই ছয়টি দেশে প্রায় পাঁচ হাজার শিশু ক্যান্সারে আক্রান্ত, যাদের সকলের কাছে বিনামূল্যে ওষুধ পৌঁছাবে।

এই উদ্যোগের উদ্দেশ্য হলো নিম্ন আয়ের দেশগুলোতে ক্যান্সারের চিকিৎসায় সহায়তা প্রদান করা, যেখানে এ ধরনের চিকিৎসা খরচ অনেক বেশি এবং অনেক শিশু পর্যাপ্ত চিকিৎসা পায় না। বর্তমানে উন্নত দেশগুলোর তুলনায় নিম্ন আয়ের দেশগুলোতে ক্যান্সারে আক্রান্ত শিশুদের সেরে ওঠার হার অনেক কম, যেখানে উন্নত দেশে এই হার প্রায় ৮০ শতাংশ। তবে, ডব্লিউএইচও আশা করছে যে, আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে ৫০টি দেশে এই কর্মসূচি সম্প্রসারিত হবে।

বিশ্বে প্রতিবছর প্রায় ৪ লাখ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়, তবে উচ্চ চিকিৎসা খরচের কারণে প্রায় ৭০ শতাংশ শিশু মারা যায়। এই কর্মসূচি সফল হলে, প্রায় ১ লাখ ২০ হাজার শিশুরোগী বিনামূল্যে ক্যান্সারের ওষুধ পাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রকল্পের মাধ্যমে শিশুদের জীবন রক্ষার পাশাপাশি ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বৈষম্য কমানোর চেষ্টা করছে, এবং এটি পৃথিবীর বিভিন্ন দেশের জন্য একটি বড় দৃষ্টান্ত হতে পারে।


জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
রক্তে আয়রনের ঘাটতিতে হতে পারে ভয়ানক রোগ 
12