logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

১৬ বছরে রাষ্ট্র কাঠামো ফ্যাসিস্টের খুঁটিতে পরিণত হয়েছিল

অনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০০
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন বলেছেন, গত ১৬ বছরে বাংলাদেশে রাষ্ট্র কাঠামো জনগণের সেবা করার পরিবর্তে ফ্যাসিস্টদের সেবা করেছে। তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামোর প্রতিটি প্রতিষ্ঠান ফ্যাসিস্টদের খুঁটিতে পরিণত হয়েছিল, যার মূল দায়িত্ব ছিল ফ্যাসিস্ট শাসকদের রক্ষা করা।

তিনি এসব কথা মঙ্গলবার যশোরে 'রাষ্ট্র মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি' শীর্ষক এক কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বলেন। কর্মশালায় অংশগ্রহণ করেন বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা। কর্মশালাটি যৌথভাবে আয়োজিত হয় বিএনপির যশোর সদর উপজেলা ও যশোর নগর ইউনিটের পক্ষ থেকে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম এবং সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু।

ড. মাহাদী আমিন আরও বলেন, বিএনপি ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামোর প্রতিটি ক্ষেত্রে সংস্কার করতে চায়, যাতে জনকল্যাণ ও জবাবদিহিতা নিশ্চিত হয়। তবে তিনি সতর্ক করে বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া কোন সংস্কারই কার্যকর হবে না।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আজ থেকে ধারাবাহিক বৈঠক শুরু করছে বিএনপি
বৃহস্পতিবার ‘প্রতিবাদ ও সংহতি র‌্যালি’ করবে বিএনপি
ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের ১৮ কোটি মানুষও ঐক্যবদ্ধ
নির্বাচন এই বছরের মধ্যে হতে হবে
12