logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আসিফ মাহমুদ

রাষ্ট্র সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো পুনর্গঠন করা হবে

অনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২১
ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গঠিত কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদনে যেসব প্রস্তাবনা পেশ করা হয়েছে, সেগুলো সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে রাষ্ট্রকাঠামোর যে অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেগুলো পুনর্গঠন করা হবে।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তরুণদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এ দেশের তরুণ সমাজ জাতি ও দেশকে একটি নতুন স্বপ্ন দেখানোর যে প্রেক্ষাপট তৈরি করেছে, সেটি সফল করার ক্ষেত্রে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা রাখার সুযোগ আছে।

তিনি আরও বলেন, প্রতিটি সেক্টরে তরুণরা নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে এবং আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে।

এছাড়া, আসিফ মাহমুদ রাষ্ট্র সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

তিনি বলেন, "আমরা রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সংস্কার প্রস্তাবনা নিয়ে কাজ করছি। এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও কার্যকর রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে চাই।"

আসিফ মাহমুদ আরও বলেন, "তরুণ সমাজের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। তাই আমরা তরুণদের এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে চাই, যাতে তারা তাদের দক্ষতা ও জ্ঞান দিয়ে রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।"

তিনি তরুণদের উদ্দেশে বলেন, "আপনারা দেশের ভবিষ্যৎ। আপনারা যদি সঠিক পথে চলেন, তাহলে দেশও সঠিক পথে এগিয়ে যাবে।"

আসিফ মাহমুদ রাষ্ট্র সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
নারী দিবসে ধর্ষণসহ নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন
ডিবি অফিস থেকে আটক শ্রমিককে ছাড়িয়ে আনলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া
রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলের সংস্কারও জরুরি
বাংলাদেশের গণঅভ্যুত্থান সফল করেছে জনগণ
12