রাজনীতি নাকি বিসিএস, কোনটি বেছে নেবেন সারজিস?

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সম্প্রতি একটি টকশোতে বিসিএস বা রাজনীতি—কোনটি বেছে নেবেন এমন প্রশ্নের উত্তরে বলেন, "বাংলাদেশে রাজনীতির ক্ষেত্র থেকে আমরা বের হয়ে আসতে হবে, যেখানে নির্বাচিত হওয়ার পরও অনেকের পা আর মাটিতে পড়ে না। তারা শুধু নির্বাচনের আগে জনগণের কাছে গিয়ে বড় বড় কথা বলেন, কিন্তু পাঁচ বছর পর তাদের দেখা পাওয়া যায় না।"
তিনি আরও বলেন, "আমি বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম, কিন্তু আমলাতন্ত্রের চেইন অব কমান্ড এবং চাটুকারিতার নিদর্শন দেখে আমি মনে করেছি, রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় অবদান সেখানে সম্ভব নয়।"
সারজিস আলম বলেন, "বর্তমানে দেশে সবচেয়ে বেশি প্রয়োজন দেশপ্রেম, সততা এবং ইন্টিগ্রিটির অধিকারী তরুণদের রাজনীতিতে আসা। এসব মানুষের পলিসি মেকিংয়ে না থাকার কারণে, সংসদে অযোগ্য, ধান্ধাবাজ এবং স্বার্থপর মানুষ বসে থাকছে, যারা কেবল নিজের আখের গোছাচ্ছে।"
তিনি জানান, তিনি রাজনীতিতে থাকতে চান সততা এবং অভ্যুত্থানের স্পিরিট নিয়ে, যাতে দেশের জন্য বেশি কিছু করতে পারেন। সারজিস আলম মনে করেন, রাজনীতি এখন তরুণদের জন্য সঠিক জায়গা, যেখানে তারা তাদের দেশপ্রেম ও সততার মাধ্যমে জাতির সেবা করতে পারেন।
জাগতিক /এস আই
মন্তব্য করুন