logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার থেকে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা শুরু

অনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৮
ছবি: সংগৃহীত

তাবলীগ জামাতের বিবদমান গ্রুপ শুরায়ে নেজাম জোবায়ের পন্থীদের বিশ্ব ইজতেমা শেষে, ৮ দিন বিরতি দিয়ে আরেক গ্রুপ সাদপন্থীদের বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)। ৩ দিনের বিশ্ব ইজতেমা ১৬ ফেব্রুয়ারি রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

ইজতেমা ময়দান পরিদর্শন করে দেখা গেছে, শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমা শেষে ময়দান প্রস্তুতি কাজ চলছে। গাজীপুর সিটি করপোরেশন মাঠের পরিচ্ছন্নতা ও প্রস্তুতি নিশ্চিত করেছে।

এর আগে, ১৮ ডিসেম্বর শুরায়ে নেজামের ইজতেমা চলাকালে সাদপন্থীদের ইজতেমা করতে না দেওয়ার ঘোষণায় সংঘর্ষ হয়, যাতে ৪ জন নিহত এবং শতাধিক মুসল্লি আহত হন। এরপর শুরায়ে নেজাম ঘোষণা দেয় সাদপন্থীদের টঙ্গী ইজতেমা মাঠে বিশ্ব ইজতেমা করার অনুমতি থাকবে না। তবে, সরকারের হস্তক্ষেপে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা আয়োজনের সুযোগ দেওয়া হয়।

গাজীপুর সিটির নাগরিকরা আগামী বছর থেকে এক, দুই, তিন পর্বের পরিবর্তে ইজতেমা এক পর্বে আয়োজনের দাবি জানিয়েছেন, যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধাবোধ বজায় থাকে।

এদিকে, ১৮ ফেব্রুয়ারি সাদপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠান শেষে ময়দান শুরায়ে নেজামের নিকট হস্তান্তর করা হবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ!
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ফের সড়ক অবরোধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ১৫টি কারখানায় ছুটি
গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় নারী শ্রমিক নিহত
12