উপদেষ্টা নাহিদ ইসলাম
বাংলাদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে রাজনীতি নিষিদ্ধ

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ঘোষণা করেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে আর কেউ রাজনীতি করতে পারবে না। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত "হিরোস অব ঢাকা ইউনিভার্সিটি" শীর্ষক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।
বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে। আওয়ামী লীগকে আদালতে দাঁড় করানো হবে এবং এই নাম ও মতাদর্শে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ থাকবে না।"
তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হয়ে পড়েছিল। তবে বর্তমান পরিবর্তনের ধারা অব্যাহত থাকলে দেশের শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নাগরিক কমিটির সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
নাহিদ ইসলাম বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিকভাবে সামাজিক পরিবর্তনের কেন্দ্রবিন্দু। শিক্ষার্থীরা যদি যোগ্যতা ও নীতিবোধ বজায় রেখে এগিয়ে যায়, তাহলে দেশের শিক্ষা ও রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে।"
মন্তব্য করুন