logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শাহবাগে সুপারিশপ্রাপ্ত স্কুল শিক্ষকদের অবরোধে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

অনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২২
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড়ে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবরোধ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলন দমন করতে পারেনি। এরপর পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে, তবে আন্দোলনকারীরা স্থায়ীভাবে ছত্রভঙ্গ না হওয়ায় পরে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

আজ দুপুর ২টা ৫৮ মিনিটে আন্দোলনকারীদের লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ছোড়া হয়। এই সময় আন্দোলনকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘পুলিশের হামলা কেন, প্রশাসন জবাব চাই’ সহ নানা স্লোগান দেন।

এর আগে, দুপুর ১টা ৫০ মিনিটে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে কিছু সময় পরে তারা আবারও শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন।

তাদের দাবি, প্রাথমিকের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন শিক্ষকের দ্রুত নিয়োগ নিশ্চিত করা এবং এনটিআরসিএ’র নিবন্ধিত (১-১২তম) নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের নিয়োগ প্রদান করতে হবে।

এদিকে, আন্দোলনকারীরা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম এবং দ্বিতীয় ধাপের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলেও তৃতীয় ধাপের নিয়োগ কার্যক্রমে প্রহসন চলছে। তাদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং লিখিত-ভাইভা শেষে ৩১ অক্টোবর ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ৬,৫৩১ জন।

তবে, হাইকোর্টে রিট দায়ের করার পর ৬,৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয় এবং পরে ৬ ফেব্রুয়ারি তাদের নিয়োগ বাতিল করার রায় দেন হাইকোর্ট।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ক্লাস শুরু প্রাথমিকের, বুধবার খুলবে মাধ্যমিক
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিলে উত্তেজনা, পুলিশী বাধায় আহত কয়েকজন
রাজধানীর শাহবাগে ফুলের মার্কেটে গ্যাস সিলিন্ডার থেকে আগুন
রাজাবাগ পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি
12