logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ধানমন্ডির ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিন ইউনিটের অভিযান

অনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৮
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন এলাকায় সিআইডির ক্রাইম সিন ইউনিট গতকাল (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা নাগাদ একটি বিশেষ অভিযান চালিয়েছে। সিআইডির ৫-৬ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর দীর্ঘ সময় ধরে আলামত সংগ্রহ করেছে। সিআইডির মুখপাত্র, বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানিয়েছেন, তারা অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছেন, তবে আপাতত এসব আলামত সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানিয়েছেন, হাড়গোড় পাওয়া গেছে যার প্রকৃতি নিয়ে সন্দেহ রয়েছে। তার মতে, এটি মানুষের না অন্য কোনো প্রাণীর হাড়, তা পরীক্ষার জন্য সিআইডি তাদের ল্যাবে নিয়ে যাবে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ফায়ার সার্ভিস ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে, কারণ সেখানে গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকার সন্দেহ ছিল।

এছাড়া, ৫ ফেব্রুয়ারি এক ঘটনা ঘটে, যখন শেখ হাসিনার অনলাইন বক্তব্য নিয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয়। ওই সময় বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করা হয়।

এদিকে, সিআইডির এই অভিযানটির পরিপ্রেক্ষিতে নতুন প্রশ্ন উঠেছে এবং তদন্তের গতি ত্বরান্বিত করা হবে বলে ধারণা করা হচ্ছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
গুম, আয়নাঘর শেখ মুজিবের শাসনামল থেকেই শুরু হয়েছিল, শেখ হাসিনাও একই পথেই হাঁটছেন
পাবিপ্রবিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা হলের নামফলক ভেঙে দিল শিক্ষার্থীরা
শাবিপ্রবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, শিক্ষার্থীদের প্রতিবাদ
বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভেঙে দিল
12