logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশিসহ ৬ দেশের ২৭৮ জনকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

অনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৮
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে সাজা ভোগ শেষে ২৩ জন বাংলাদেশিসহ ২৭৮ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

অভিবাসীরা কারাভোগের পর পেকান নেনাস বন্দিশিবির থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর KLIA-1 এবং KLIA টার্মিনাল-2-এর পাশাপাশি জোহর বাহরুর স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ নিজ দেশে ফিরে গেছেন। তাদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন।

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩, অভিবাসন প্রবিধান ১৯৬৩ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার বিধান লঙ্ঘনের দায়ে এসব অভিবাসীরা সাজা পেয়েছিলেন। দণ্ডপ্রাপ্তদের নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে নাগরিকত্ব যাচাই শেষে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রত্যেককে নিজ খরচে দেশে ফেরার ব্যবস্থা করতে হয়েছে।

দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন, ভিসার শর্ত লঙ্ঘন, ভুয়া কাগজপত্র ব্যবহার এবং অবৈধ শ্রমিক হিসেবে কাজ করার মতো অপরাধে এই অভিবাসীরা অভিযুক্ত ছিলেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছিল এবং সাজা শেষে ফেরত পাঠানো হয়েছে।

মালয়েশিয়া সরকার অভিবাসন আইন প্রয়োগে কঠোর অবস্থান গ্রহণ করেছে। তারা জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে এবং অননুমোদিতভাবে বসবাসরত কিংবা কর্মরত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। অভিবাসন বিভাগ এই ধরনের অপরাধ ঠেকাতে এবং অবৈধ অভিবাসীদের দ্রুত ফেরত পাঠাতে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে
কুয়ালালামপুরে ফের অভিযান, বাংলাদেশিসহ আটক ৪৫
১১৬ ‍উইকেট শিকার পাকিস্তানি পেসার হাসান আলি
ইরানের সঙ্গে ব্যবসা, মার্কিন নিষেধাজ্ঞার কবলে দুবাইয়ের ভারতীয় ব্যবসায়ী
12